কুমিল্লার তিতাসে বন্যায় ঘর-বাড়ি হারানো বাদশা মিয়াকে নতুন ঘর উপহার দিয়েছে উদয়ন তরুণ সংঘ। গত শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ নারান্দিয়ায় বাদশা মিয়ার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা। উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া গোমতী নদীর পশ্চিম পাড়ের বাসিন্দা ছিলেন বাদশা মিয়া। গত বন্যায় উজানের পাহাড়ি ঢলের স্রোতে বাদশা মিয়ার বাড়িসহ বসতঘরটি বিলীন হয়ে যায়। গত প্রায় ৫ মাস যাবৎ বাদশা মিয়া পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করে আসছিল। সম্প্রতি ‘বসতঘর হারিয়ে তাবুর মধ্যে বসবাস করছে বাদশা মিয়া’ শিরোনামে বিভিন্ন মিডিয়ার অনলাইন ও প্রিন্ট ভার্সনে সংবাদ প্রকাশিত হয়। স্থানীয়ভাবে বিষয়টি সমালোচনার সৃষ্টি হওয়ায় তাকে ঘর উপহার দিতে এগিয়ে আসে উদয়ন তরুণ সংঘের সদস্যরা। উপজেলার নয়াকান্দি গ্রামে এ সংগঠনটি ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’, এই স্লোগানকে প্রাধান্য দিয়ে নানামুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের আহ্বানে বাদশা মিয়াকে ঘর নির্মাণের জন্য জায়গা দেয় একই গ্রামের সমাজসেবক তোতা মিয়া। বাদশা মিয়ার হাতে ঘরের চাবি হস্তান্তরের সময় প্রধান অতিথি ছিলেন কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান। বিশেষ অতিথি ছিলেন জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন সজিব, সংগঠক ছবির হোসেন, কনটেন্ট ক্রিয়েটর ইব্রাহিম খলিল ও সুমন আহমেদ।