আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে- স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শরীয়তপুর জেলা সংসদের ত্রয়োদশ জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সমতার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় জাতীয় সম্মেলনকে সামনে রেখে দেশব্যাপী জেলা পর্যায়ে চলছে সম্মেলন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা সম্মেলন উপলক্ষে শরীয়তপুর পৌরসভা ঈদগাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শরীয়তপুর জেলা শাখার সভাপতি এমএম আলমগীর হোসেনের সভাপতিত্বে জজকোর্ট সংগলগ্ন অ্যাড. কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি ইকবালুল হক খান ও মিতা রায়সহ জেলা ও উপজেলা শাখার প্রতিনিধিরা। সম্মেলনের কার্যক্রম শেষে সর্বস্মতিক্রমে অধ্যাপক শফিউল বাসার স্বপনকে সভাপতি ও নজরুল ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি অধ্যাপক শফিউল বাসার স্বপন বলেন, উদীচী প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ের বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা ধর্ম, বর্ণ ও জাত-পাতের ঊর্ধ্বে থেকে মানুষ হিসেবে সবার সমঅধিকার নিশ্চিতে সাধ্যের সবটুকু উজার করে কাজ করে যাব।