বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় গতকাল শনিবার দুপুরে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি ওয়ার্ডে দলের প্রতিপক্ষ গ্রুপের হামলায় পাঁচজন নেতাকর্মী আহত ও ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে ব্যবহৃত ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মোংলা পোর্ট পৌরসভার দুই ও ছয় নম্বর ওয়ার্ডে এ সব ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দুটি স্থানেই মোতায়েন করা হয়েছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের।
বিএনপির আহত পাঁচজন নেতাকর্মী মো. কামাল হোসেন (৫৪), মো. বাহাদুর (৩২), মো. মিজান (৩০) ও মো. রুস্তম (২৮) আব্দুল আহাদ নূরকে (১৮) মোংলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন জানান, মোংলা পোর্ট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে নেতা নির্বাচনে ভোট চলাকালে দুপুর ১২টার দিকে আদর্শ ইসলামী একডেমির সামনে দলে তার প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। এ সময়ে সে ও তার ছেলেসহ পাঁচজন আহত হন।
তিনিসহ আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। এদিকে একই সময়ে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়েছে দলেরই প্রতিপক্ষরা। এ সময় ঘটনাস্থলে থাকা মোংলা পোর্ট পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক জানান, এ সব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, মোংলা পের্ট পৌরসভার দুই ও ছয় নম্বর ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলায় পাঁচ নেতাকর্মী আহত ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় কেউ অভিযোগ করেনি।
তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি স্থানে এখন পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।