ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

হাটহাজারীতে সরিষা আবাদ বেড়েছে

হাটহাজারীতে সরিষা আবাদ বেড়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে গত বছরের তুলনায় সরিষার আবাদ দ্বিগুণেরও বেশি হয়েছে। বিগত বছরগুলোতে ১০০ থেকে ২০০ হেক্টর চাষ হলে গত বছর ৪৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এ বছর তা ৯০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছে যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই এ বছর বাম্পার ফলনের সর্বচ্চো রেকর্ড করার আশায় বুক বেধেছে উপজেলার সরিষা চাষিরা। কৃষি অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে এবং সরেজমিনে ঘুরে দেখা যায়, এ বছর ৯০০ হেক্টর জমির মধ্যে উপজেলার ধলই ইউনিয়ন ১৪৪ ফরহাদাবাদ ইউনিয়ন ১৭৮, মির্জাপুর ইউনিয়ন ২৩৫ গুমানমর্দন ৩৭, নাঙ্গলমোড়া ২৪, ছিপাতলী ৩৫, পৌরসভা ৮১ মেখল ২৬, গড়দুয়ার ২২, ফতেপুর ৬২, চিকনদন্ডী২০, দক্ষিণ মার্দাশা ১৭, শিকারপুর ১২, বুড়িশ্চর ৫, ১নং দক্ষিণ পাহাড়তলী সিটি ওয়ার্ডে ২৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উপজেলায় এ সব ইউনিয়নে বিগত বছর সরিষার ভালো ফলন হওয়ায় এবারও কম খরচে বেশি ফলনের আশায় চাষিরা আমনধান গোলায় তুলে এমনকি পতিত জমিতে হেমন্তের শেষের দিকে সরিষার বীজ বুনন করেছিলেন। জমি পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। কিছু দিন পর এই শষ্য ঘরে তুলতে পারবেন। তাদের এই আশার সরিষার গাছ এর সবুজের ডগায় ডগায় হলুদ রঙ এর ফুল ফুটেছে। গাছে গাছে মনমাতানো সরিষা ফুল মৃদু হাওয়ায় দুলছে। গাঢ় হলুদ বর্ণের এই ফুলে বিভিন্ন প্রজাতির মাছি আর ছোট পাখির গুঞ্জনে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সরিষা চাষি মো. মফিজ ও শফিসহ বেশ কয়েকজন চাষি বলেন, গত বছর সরিষার ভালো ফলন হয়েছে।

তাই এবারো সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে সরকারি প্রণোদনায় ভাল বীজ ও সার পেয়েছি। কৃষি কর্মকর্তারা আমাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দেয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে আমাদেরকে হাতে কলমে দিক নির্দেশনা দিচ্ছেন। যেভাবে জমিতে সরিষে ফল ফুটেছে আমরা আশাবাদী বাম্পার ফলন হবে। কেননা গত বছরের তুলনায় এবার আবহাওয়া অনুকূলে রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আল মামুন সিকদার বলেন, সরিষা একটি লাভজনক ফসল। গত বছর এই উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করে জেলা পর্যায়ে ৩য় হয়েছি, এই বছর ৯০০ হেক্টরে জমিতে সরিষা আবাদ হয়েছে। বিগত বছরগুলোতে এত সরিষার আবাদ হয়নি এই উপজেলায়। কিছু দিন এর মধ্যে কৃষকেরা ফসল ঘরে তুলতে পারবে বলে আশা প্রকাশ করছি। এ সময় তিনি আরো বলেন, যথাসময়ে সরকারিভাবে কৃষকদের সার ও বীজ প্রণোদনা সহায়তা প্রদান করা হয়েছে। সার্বক্ষণিক মাঠে ময়দানে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে আমাদের মাঠ কমকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত