রাঙামাটি রিজিয়ন কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ভোলকান স্পোর্টিং ক্লাব। গতকাল রোববার রাঙামাটি মারি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে তারা প্রতিপক্ষ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদকে ৪ উইকেটে পরাজিত করে এ গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, রাঙামাটি ডেড কমান্ড্যান্ট এসিইউ লে. কর্নেল মাহতাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম। রাঙামাটি রিজিয়নের পৃষ্টপোষকতায় ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রিজিয়ন কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৮টি দল অংশ গ্রহণ করে।