বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন হবে। এ কারণে যার ক্লিন ইমেজ আছে দল তাকেই মনোনয়ন দেবে।
এজন্য সাধারণ মানুষের কাছে গিয়ে অতীতে কোনো ভুল করে থাকলে ক্ষমা চাইতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি হাইস্কুল মাঠে গত শনিবার পোতাজিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি দল ব্যাংক ও ঘাটসহ নানা কিছু দখল করে এখন সাধু সেজেছে। রাজশাহীতে আঁতাত করে পুলিশের বিরুদ্ধে মামলা দেয়নি। তারা রাসুলের হাদিস বাদ দিয়ে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দিয়ে মানুষের কাছে যাচ্ছে। এরই মধ্যে ধর্মান্ধ ওই দলের ছাত্রীরা মানুষের রান্নাঘরে পর্যন্ত ঢুকে পড়েছে। তাদের মিষ্টি কথায় মানুষ যেন ভুল পথে না যায়, সেদিকে সব নেতাকর্মীকে সর্তক থাকতে হবে। ভারত আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে নিজেরাই বিপদে পড়েছে। আবার বলছে, আগামী ঈদে তারা গরু আসতে দেবে না। ভারতকে ওইসব পণ্য অর্ধেক দামে দিতে হবে। তা না হলে তারাই বিপদে পড়বে।
ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির প্রধান উপদেষ্টা অধ্যাপক এমএ মুহিত, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, যুবদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা তারিকুল ইসলাম চৌধুরী, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন জুয়েল।