ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর

সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর

সোনালী ব্যাংক পিএলসির নেত্রকোণা জেলার বারহাট্টা শাখার কার্যক্রম গতকাল রোববার থেকে স্থানীয় বারহাট্টাবাজারে শুরু হয়েছে। এর আগে শহরের গোপালপুরবাজার থেকে শাখাটি এই বারহাট্টাবাজারের একটি নতুন ভবনে স্থানান্তর করা হয়। নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে শাখাটির পক্ষ হতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির নেত্রকোণা অঞ্চলের প্রধান (ভারপ্রাপ্ত) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. নূরুল ইসলাম, নেত্রকোণা শাখার এজিএম মো. আলমগীর, বারহাট্টা শাখার ম্যানেজার দেবাশীষ কুমার দাশ, বারহাট্টা থানার ওসি কামরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্কাছ আলী, যুগ্ম-আহ্বায়ক ছানোয়ার হোসেন ঠাকুর প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত