দারিদ্র্যকে ছাপিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা গ্রামের অদম্য মেধাবী শাপলা এ বছর নীলফামারি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত হওয়ায় তাকে আর্থিক সহায়তা করলেন ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস । ইউএনও জানান, স্থানীয় একটি পত্রিকা মারফত জানতে পারেন আর্থিক সংকটে তার ভর্তি কার্যক্রম অনিশ্চিত। তখন মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে জরুরিভিত্তিতে তার সঙ্গে যোগাযোগ করা হয়। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে তার ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা গ্রামের অটো চালক শফিকুল ইসলামের ছোট মেয়ে এবারের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৭৪ নাম্বার পেয়ে ৪৮৫১তম হয়ে নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু ভর্তির সুযোগ পেয়েও আর্থিক অভাবে ভর্তিতে এবং মেডিকেলে পড়ালেখা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তাই আনন্দের খবরের মাঝেও তার বাবার কপালে দুশ্চিন্তার ভাঁজ। শাপলা রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে মেধাতালিকায় ট্যালেন্টপুলে বৃত্তি এবং একই স্কুল থেকে ২০২২ সালে এসএসসিতে এপ্লাস (গোল্ডেন) এবং ২০২৪ সালে ঈশ্বরদী সরকারি কলেজে থেকে বিজ্ঞান বিভাগেও এ প্লাস (গোল্ডেন) কৃতিত্বের সাক্ষর রাখেন।