ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ‘মা ও শিশু সহায়ক কর্মসূচি’র আওতায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ উপজেলা রিসোর্সপুলের ২ দিন ব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা দাগনভূঞা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে ও ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ করিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত