ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

উপজেলা স্কাউটের সম্মেলন

উপজেলা স্কাউটের সম্মেলন

কুমিল্লার তিতাসে উপজেলা স্কাউটের ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলা মিলনায়তনে উক্ত সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউট কমিটি ঘোষণা করা হয়। উক্ত সম্মেলনের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২৮ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। প্রাথমিক শাখা থেকে ১১ জন এবং মাধ্যমিক শাখা থেকে ৭ জন, মাদ্রাসা শাখা থেকে ৩ জন এবং কলেজ শাখা থেকে ২ জন কমিটিতে স্থান পেয়েছে। প্রশাসনের ৪ জন কর্মকর্তা পদাধিকার বলে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, অধ্যক্ষ নুরুল আমিন, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সম্পাদক- আবদুল করিম, যুগ্ম সম্পাদক মো. হযরত আলী, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, গ্রুপ সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, বিল্লাল হোসেন, জমির আলী, মোসা. আইনুন্নাহার, কমিশনার হুমায়ুন কবির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত