ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

পাবনায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সামাজিক বনবিভাগ পাবনার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বুধবার পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের সুচিত্রা সেন ছাত্রী নিবাস চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, প্রফেসর ড. শওকত আলী খান, প্রফেসর নুরুল আলম ও বন বিভাগের কর্মকর্তা ফিরোজ আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান।

আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল বলেন, পৃথিবী ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্ততা থেকে রক্ষা পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। জলাশয় ও পাহাড় পর্বত রক্ষা করতে হবে। পর্যাপ্ত বৃক্ষরোপণ করে সবুজে ভরে দিতে হবে গোটা পৃথিবীকে।

উল্লেখ্য, এডওয়ার্ড কলেজ চত্বরে বকুল, কাঁঠাল, সফেদা কৃষ্ণচূড়া, আমলকিসহ বিভিন্ন প্রজাতির ফল ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত