ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

এক রাতে ৬ বৈদ্যুতিক মিটার চুরি

এক রাতে ৬ বৈদ্যুতিক মিটার চুরি

পণ আদায়ের জন্য চিরকুটে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার লিখে এক রাতে জয়পুরহাটের আক্কেলপুরে ৬টি গভীর নলকূপের থ্রি ফেইজ বৈদ্যুতিক মিটার চুরির খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার রাতে উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় ঘটে। প্রায় নিয়মিত গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর নলকূপের পরিচালনা কমিটি, মালিক ও কৃষকরা ফসল উৎপাদন নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে তিলকপুর ইউনিয়নের পাঠানধারা গ্রামের মাঠ থেকে আজাদ হোসেনের, করমজি মাঠ থেকে আসলাম হোসেনের, পুকুড়িয়াপাড়ার মাঠ থেকে শাহানুর আলম শান্টুর, কয়া গোপীনাথপুর মাঠ থেকে খোরশেদ আলমের, কাদোয়া মাঠ থেকে শহীদুল ইসলামের সেচ কাজের গভীর নলকূপের এবং কয়া গোপীনাথপুর এলাকার মেহেদী হাসানের কারখানার থ্রি ফেইজ বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মিটার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি মিটার গোপনে খুলে নেয়ার পরে দুর্র্বৃত্তচক্র তাদের সঙ্গে যোগাযোগের জন্য ফোন নাম্বার রেখে গেছে। সেই নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন অংকের টাকা দাবি করেন তারা। টাকা না দিলে আবারও চুরির হুমকি দেয়া হয়। ক্ষতিগ্রস্ত নলকূপ মালিক শাহানুর আলম শান্টু বলেন, নিয়মিত মিটার খুলে নিয়ে যাওযার ঘটনায় পাহাড়া দিয়েও লাভ হচ্ছে না। আমরা খুব দুশ্চিন্তায় আছি। তারা নানাভাবে হুমকি ধামকি ও দিয়ে যান। আমরা নিরুপায় হয়ে গেছি। এর আগেও আমার মিটার খুলে নিয়ে গিয়েছিল।

আমাদের দেখার কেউ নেই। কৃষক শাহাদত হোসেন বলেন, ফসলে সময়মতো পানি দিতে না পারলে ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে। প্রায়াই মিটার এ এলাকায় মিটার খুলি নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ফসলে পানি দেওয়া নিয়ে অনেক চিন্তায় থাকতে হয়। এ অবস্থা চলতে থাকলে রবিশষ্যসহ আসন্ন ইরি বোরো ফসলের উৎপাদন ব্যাহত হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুর রহমান জানান, আমাদের কাছে এখনও কোনো গ্রাহক অভিযোগ করেনি। তবে আমার আওতাধীন এলাকায় নিয়মিত দুর্বৃত্ত চক্র মিটার খুলে নিয়ে যায়। এ ঘটনা গ্রাহকরা আমাদের অবগত করলে আমরা বিষয়গুলো লিখিতভাবে থানায় অভিযোগ করি। আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত