‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঝালকাঠি সদর হাসপাতালে বর্জ ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। পরে সেকানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থীসহ সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য ঝালকাঠি গড়ে তুলতে যাই।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখতে জেলায় জেলায় ৩০ সদস্যের জিরো ওয়েস্ট ব্রিগেড গঠন করা হয়েছে।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ইমাম হোসেন জুয়েল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।