ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

দেশে ব্যাপকহারে চাঁদাবাজি হচ্ছে মাহবুবুর রহমান

দেশে ব্যাপকহারে চাঁদাবাজি হচ্ছে  মাহবুবুর রহমান

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, দেশে ব্যাপক হারে এখন চাঁদাবাজি লক্ষ্য করা যাচ্ছে। বিগত সরকার আমলে দুর্নীতিবাজের অভাব ছিল না এবং এখন দেশে চাঁদাবাজের অভাব নেই। গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের মন্ত্রী-এমপি, চেয়ারম্যান জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে অঢেল টাকা পয়সা উপার্জন করেছে এবং বিদেশে টাকা পাচার করেছে। এসব দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিদেশ থেকে টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে এবং তাদের বিচার করতে হবে। যদি বিদেশ থেকে টাকা ফেরত না আনা হয় এবং বিচার না করা হয় তবে ভবিষ্যতে আবারো স্বৈরাচারের আগমন ঘটবে।

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর দেশে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই বিপ্লবের ফলাফল পাওয়া যাবে না। ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহা আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী প্রমুখ। এ সম্মেলনে ইসলামী আন্দোলন জেলা শাখার কমিটি ভেঙে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ সময় ওই সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত