বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার আয়োজনে ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। উৎসবে ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনাসহ নানান ধরনের সৃজনশীল শিক্ষা উপকরণ, ইসলামি সাহিত্য ও নান্দনিক বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। গতকাল বুধবার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পাবনার জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাষ্টার। প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন। উৎসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনায় নিহত দুইজন শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় কর্ণার করা হয়েছে। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য পৃথক রিডিং কর্ণার রয়েছে। প্রথম দিনে শিক্ষার্থীদের প্রচুর ভিড় লক্ষ করা গেছে। পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসাইন জানান, ৩ দিনের প্রকাশনা উৎসব আগামী ৩১ জানুয়ারি শেষ হবে। সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য উৎসব উন্মুক্ত থাকবে। তিনি প্রকাশনা উৎসবে এসে বইগুলো ক্রয় ও প্রদর্শনের আহ্বান জানান।