কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকায় এ অভিযান চালানো হয়।আটকরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত গনি মিয়ার ছেলে মো. আব্দুর রহিম এবং ঘোনারপাড়া ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত ঠান্ডা মিয়ার ছেলে আকতার হোসেন। আটকদের হেফাজত থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।