ঢাকা ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষক হত্যার চারজনের যাবজীবন

কৃষক হত্যার চারজনের যাবজীবন

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কৃষক বাদল হত্যার দায়ে অভিযুক্ত মিজানুর রহমানসহ ৪ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আফসার আলী (২২) পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের কাশমত আলীর ছেলে, মিজানুর রহমান নিজাম (২৮) একই গ্রামের আনছারুল ইসলামের ছেলে, সাগর (২২) রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে ও সুমন (২২) পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের শহর আলীর ছেলে। মিজানুর রহমান ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছে। পুলিশের তদন্ত প্রতিবেদন জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক বাদল ২০১৩ সালের ১১ জুলাই খুন হন। পুলিশ সে সময় তার দ্বি-খন্ডিত লাশ আখখেত থেকে উদ্ধার করে। পরে তার ভাই নজরুল ইসলাম বাদী হয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই নবাব, রব্বানী, দুলাল, লিটন ও মাহাবুবসহ ৫ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে নবাব, রব্বানী, দুলাল, লিটন, মাহাবুব ও হিরা লালসহ ৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়া মামলা হতে অব্যাহতির আবেদন করে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত