ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শখার আয়োজনে ২ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। উৎসবে ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনাসহ নানান ধরনের সৃজনশীল শিক্ষা উপকরণ, ইসলামি সাহিত্য ও নান্দনিক বিভিন্ন প্রকাশনাসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শারিক চৌধুরী মানিকের বাবা আনিস চৌধুরী। উৎসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের কর্ণার করা হয়েছে। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য পৃথক রিডিং কর্নার রয়েছে।