ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আ.লী নেতা জহির গ্রেপ্তার

আ.লী নেতা জহির গ্রেপ্তার

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে সদর মডেল থানা গ্রেপ্তার করেন।এর আগে গত শনিবার চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর নিজস্ব ভবনে নির্বাচনি সাধারণ সভায় জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করায় জহিরুল ইসলামের দ্বারা লাঞ্ছনার শিকার হন চাঁদপুর জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন। ওই সময় জহির পুরো সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত