ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাস বয়সী শিশু গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক রাজীব কুমার রায় তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার হলেন- সদর উপজেলার দেবীপুর দালালপাড়া গ্রামের রাজু কবিরাজের স্ত্রী সোনালী আক্তার শিরিন, তার স্বামী গাইবান্ধা জেণার গোবিন্দগঞ্জ থানার নুনতলা বড়বাড়ী গ্রামের মো. শানুয়ারের ছেলে রাজু কবিরাজ, নেত্রকোণা জেলার কমলাকোন্দা উপজেলার চকপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে লিটন মিয়া ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট অভিরামপুর গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে লাভলী বেগম । আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার (৯ মার্চ) হাসপাতালে ভর্তি হয়। গত সোমবার সারাদিন সোনালী আক্তার নামে শিশুটির পরিবারের অপরিচিত ওই নারী পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে।
সন্ধ্যায় শিশুটির মা হাসি ও নানি পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। গত বুধবার গাজীপুর থেকে র্যাব-১ শিশুটিকে উদ্ধার করে এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে।