লক্ষ্মীপুরের রায়পুরে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৯টার সময় রায়পুর শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালানো যুবকের ছবি ধরা পড়ে।
মন্দিরে সেবায়েত হারাধন চক্রবর্তী বলেন, আমি একটি পুজার জন্য বাহিরে ছিলাম। বিগত সময়ে এমন ঘটনা দেখিনি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। আমি সিসিটিভি ফুটেজ দেখে যুবকটিকে শনাক্ত করতে পারিনি।
মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, সেবায়েত জানিয়েছেন সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এক যুবকের মুখে রুমাল বাঁধা ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুকান্ত মজুমদার নামে এক হিন্দু নেতা জানান, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি।