ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কচুয়ায় একই পুকুরে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে পৌরসভার কড়ইয়া গ্রামের পাটিকর পাড়ার দীঘির পানিতে ডুবে দু’শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুরা হচ্ছে, ওই গ্রামের উষাগাজী বাড়ির আলমের ছেলে মেহেদী হাসান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর মোল্লা বলেন, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল মেহেদী ও জাবেদ। এক পর্যায়ে শিশু দুটি পাটিকরপাড়ার দীঘিতে পড়ে যায়। দীর্ঘসময় ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে দীঘিতে ভাসমান অবস্থায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের লোকজন শিশুদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসানের বাবা অটোরিকশা চালক আলম বলেন, আমার ছেলে হাছান মাসুদ বাবুর্চির ছেলে জাবেদের সাথে খেলা করছিল। কিছু সময় পর আমার বোন পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুই জনকে পানিতে ভেসে উঠতে দেখে।

তার চিৎকার শুনে এলাকার লোকজন আমার ছেলে হাছানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, মেহেদী হাছান নামে পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত