ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ধর্ষণচেষ্টায় স্কুলছাত্র পুলিশ হেফাজতে

ধর্ষণচেষ্টায় স্কুলছাত্র পুলিশ হেফাজতে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক স্কুল ছাত্রকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই শিশুর মা দুই মেয়েকে নগরডালা গ্রামের ভাইয়ের বাড়িতে রেখে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে। এ সুযোগে গত সোমবার সকারে তার ভাতিজা ৭ম শ্রেণির ছাত্র শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তবে বড় ভাইয়ের পরিবার এ বিষয়টি গোপন রাখে।

গত শুক্রবার সকালে ঢাকা থেকে ওই শিশুর মা বাড়িতে আসে এবং এ ঘটনা জানার পর শিশু মেয়েকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা জানার পর দুপুরে ওই স্কুল ছাত্রকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাা নেয়া হবে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত