গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পালপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশি চাচা রানু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার গাজীপুর আদালতে প্রেরণ করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ ব্যাপারে ওই শিশুর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে কাপাসিয়া থানায় মামলা করেন। শিশুটির বাবা জানায়, অভিযোক্ত রানুমিয়া আমার প্রতিবেশি। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে বলে আমরা জানতাম। সে রাজ মিস্রী কাজ করে। ইতোপূর্বে সে আরো শিশুদের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে গত ২৬/২/২৫ তারিখ সকালে আমার পাঁচ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল খেলার ছলে তাকে রান্না ঘরে নিয়ে অপকর্মের চেষ্টা করে। বিষয়টি আমরা জানার পর লজ্ঝা সরমের ভয়ে চুপ ছিলাম। কিন্তু এরই মধ্যে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে গেলে রানু মিয়াসহ তার লোকজন আমাদের হুমকি দিতে থাকে এলাকা থেকে চলে যেতে তাই একটু দেরি হলেও আমরা থানার আশ্রয় নিতে বাধ্য হয়েছি। কাপাসিয়া থানার ওসি মোহম্মদ আব্দুল বারিক পিপিএম জানায়, শিশুটির মা এবং বাবা এসে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বলার পর তাৎক্ষণিক আমাদের পুলিশের তিনটি টিম গিয়ে অভিযুক্ত রানু মিয়াকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।