চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে বিজলী কুমার রায় নামে এক ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এরআগে গত ১৫ জানুয়ারি রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভারতীয় নাগরিক বিজলী রায় বিহারের মুজাফফরপুর জেলার মিনাপুর থানার চক জামাল গ্রামের তুনা রায়ের ছেলে। লাশটি গ্রহণ করে মৃতের ছোটভাই শ্রী বদ্রী রায়। এ সময় বিজিবির সোনামসজিদ বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আবু সাইদ, ১১৯ বিএসএফ কোম্পানির পরিদর্শক সন্তোষ কুমার, রাজশাহী পুলিশ লাইনের পরিদর্শক মোফিজুল ইসলাম, ভারতের মালদা জেলার মাহাদিপুর থানার এসআই অলক ভৌমিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে শরীয়তপুর জেলার জাজিরা থানার পুলিশের হাতে আটক হয় ভারতীয় নাগরিক বিজলী কুমার রায়। এই অপরাধে ২০২২ সালের ২৩ জুন তার বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে শরীয়তপুর কারাগারে প্রেরণ করেন আদালত। পরবর্তীতে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি শ্বাসকষ্টে জনিতকারণে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।