২০ বছর পর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে ২০ বছর পালিয়ে থাকার পর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার ধলা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান আলী তাড়াইল উপজেলার ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। তাড়াইল থানার ওনি সাব্বির রহমান জানান, এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন রমজান আলী। ২০০৪ সালে তার নামে একটি সিঁধেল চুরি মামলা হয়।
পরে ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হলে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর থেকে তিনি সিলেট ও মৌলভীবাজার এলাকায় গিয়ে আত্মগোপন করে বসবাস করতে থাকেন। গত বৃহস্পতিবার রাতে নিজ গ্রামের বাড়িতে আসেন রমজান আলী। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তাকে বাড়ি গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান, গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।