ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ বসতঘর পুড়ে ছাই

পাঁচ বসতঘর পুড়ে ছাই

দাগনভূঞায় একই পরিবারের পাঁচ বসতঘরসহ সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের আকু আলী হাজী বাড়ির ব্যবসায়ী সাহাব উদ্দিন ও তার তিন সহোদর ভাই শাহ আলম, আবুল কালাম, আবু ছায়েদের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকালে বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে টিভি, ফ্রিজ, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়েগেছে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি টিম নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হলেও আগুনের লেলিহান শিখা এতই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত সাহাব উদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলেন, ওইদিন বিকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই ৫টি ঘর দাউ দাউ করে জ্বলে উঠে। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ‘আগুনে আমাদের চার ভাইয়ের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, জামায়াত ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের মাঝে ৮০ হাজার টাকা, ৪ বস্তা চাল, ২০ লিটার সয়াবিন তেল উপহার প্রদান করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে প্রাথমিকভাবে ৮ বান্ডিল ঢেউটিন, ৪ বস্তা চাল, ৪ বস্তা আলু, তেল, ইফতার সামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে জরুরি সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবণ, ছোলা, আলু, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ২০টি কম্বল প্রদান করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত