কুষ্টিয়ার মিরপুরে তামাক খেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সন্তোষী বালা দাসী বারইিপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, গত শুক্রবার বিকালে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙতে গিয়ে তার লাশ দেখতে পান। ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, সকালে তামাক খেতের মাঝে তার লাশ পাওয়া যায়। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।