ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ভারতীয় পণ্যসহ কারবারি আটক

ভারতীয় পণ্যসহ কারবারি আটক

শেরপুরে ভারতীয় পণ্যসহ আমির হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । গতকাল শনিবার ভোর সাড়ে ৫টায় অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড় থেকে ভারতীয় লুঙ্গি ও বিভিন্ন চোরাই পণ্যসহ তাকে আটক করে পুলিশ। আটক বাহাদুর আলী ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের আমির হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা শাখার এসআই মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, এএসআই হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গি ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ওসি) সালেমুজ্জামান জানান, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত