ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সহিংসতা প্রতিরোধে প্যানেল সংলাপ

সহিংসতা প্রতিরোধে প্যানেল সংলাপ

কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত, নারী-পুরুষের বৈষম্যদূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও পরিবার পরিকল্পনাবিষয়ক প্যানেল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্ট এ সংলাপের আয়োজন করে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সংলাপে প্যানালেস্টি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ার, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের কোঅর্ডিনেটর ছোটন বড়ুয়া ও শাহনাজ পারভীন, সেইভ দ্যা চিল্ড্রেনের সিনিয়র অফিসার সেবাস্টিন সরকার। সংলাপে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত