বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭১ এ জীবনপণ যুদ্ধ করে যারা স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তারাই এ দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা। জনগণের শক্তিই বড় শক্তি এবং বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান। গত শনিবার দুপুরে পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের আঁড়াল করতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করেও অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল। ২৪ জুলাই আগস্ট ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া বিপ্লবধারী দেখা যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ১৭ বছরের আন্দোলনের জনআকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনতে হবে।
তিনি আরো বলেন- বিএনপিকে কোনো ষড়যন্ত্রই নিঃশেষ করতে পারে নাই এবং আগামিতেও পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৭ বছর আন্দোলন সংগ্রামে মিছিলে সবচেয়ে পেছনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে। যারা ত্যাগ শিকার করেনি তাদের বিষয় পরে ভাবা হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলা এখনও আদালতে তুলতে পারলেন না। কোনো সংস্কারই করতে পারলেন না। সংস্কারের নামে কোনো তালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন।
বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাইদ সুইটের যৌথ পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।