গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর নির্বাহী কর্মকর্তা এম.সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর হাসাপতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা.এহসানুল হক, মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, পৌর টিকাদান সুপার ভাইজার আলী হোসেন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সহকারী স্টোর কিপার রেহানা খাতুন।চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, জেলার ৪টি উপজেলায় ও ৪টি পৌরসভায় সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপ্সুল খাওয়ানো হয়।