ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর নির্বাহী কর্মকর্তা এম.সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর হাসাপতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা.এহসানুল হক, মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, পৌর টিকাদান সুপার ভাইজার আলী হোসেন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সহকারী স্টোর কিপার রেহানা খাতুন।চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, জেলার ৪টি উপজেলায় ও ৪টি পৌরসভায় সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপ্সুল খাওয়ানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত