নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সিলেট জেলার বিশ্বম্ভরপুর থানার জয়নগর মাযাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১, নারায়ণগঞ্জ এবং র্যাব-৯, সুনামগঞ্জ এর যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারকৃত ইব্রাহিম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার জয়নগর মাযাইর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। এবং রূপগঞ্জের রুপসী বাগানবাড়ি এলাকায় রুবেল এর বাড়ির ভাড়াটিয়া। পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ি।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান জানান, রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হলে আসামি ইব্রাহিমকে গ্রেপ্তারের চেষ্টা ও গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-৯, সুনামগঞ্জ এর সহযোগীতায় যৌথ অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনার জন্য তাকে জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসি বাঘবাড়ি এলাকায় চকলেট কিনে দেবার কথা বলে নিজ দোকানের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এলে ইব্রাহিম সেখান থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী রাত নয়টা থেকে বিক্ষোভ করেন। খবর পেয়ে রাত এগারোটায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামসহ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পরে তারা শিশুটিকে উদ্ধার করলে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য রাতেই পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন গত শুক্রবার ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি ব্যাপক আলোচিত হয়।