ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ভুট্টাখেতে নারীর লাশ, স্বামী পলাতক

ভুট্টাখেতে নারীর লাশ, স্বামী পলাতক

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে রুমা আক্তার (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার ২ সন্তানের জননী। নিহতের পরিবার জানায়, প্রায় ১৪ বছর ধরে রুমা স্বামীর দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে আসছেন। বেশ কিছুদিন ধরে নিহতের স্বামী দেলোয়ার হোসেন এক নারীর সঙ্গে পরকীয় জড়ে পড়েন। বিষয়টি জানা জানি হলে রুমা প্রতিবাদ করেন। এরপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। তার স্বামী দেলোয়ার হোসেন রুমাকে হত্যা করে ভুট্টা খেতে ফেলে পালিয়েছে এমন অভিযোগ তাদের। এ বিষয়ে দেলোয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হরে কেউ কথা বলতে রাজি হননি। তবে এলাকাবাসীরা জানায়, অটোরিকশাচালক দেলোয়ার রুমাকে নির্যাতন করে আসছিল। পুলিশ জানায়, গতকাল বেলা ১২টার দিকে ভাতগাঁও গ্রামের একটি ভুট্টাখেতে রুমার লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রুমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ভূল্লী থানার ওসি দীন মোহাম্মদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত