ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৯ অবৈধ ইটভাটা ধ্বংস, ১৮ লাখ টাকা জরিমানা

৯ অবৈধ ইটভাটা ধ্বংস, ১৮ লাখ টাকা জরিমানা

হাইকোর্টের আদেশক্রমে জয়পুরহাট জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলা প্রশাসন। তিনটি উপজেলায় অভিজান চালিয়ে ৯টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জয়পুরহাট জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরীর নির্দেশনাক্রমে এ অভিযান চলমান। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলায় মোট ৩০টি অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২০টি, পাঁচবিবি উপজেলায় ৮টি এবং আক্কেলপুর উপজেলায় ২টি অবৈধ ইটভাটা রয়েছে। ৩০টি ইটভাটার মধ্যে ২৪টিতে অভিযান পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসন। অভিযানকালে এপর্যন্ত মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। একইসঙ্গে অবৈধ ৯টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও পরিদর্শক, পুলিশ বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মচারীবৃন্দ এই অভিযানগুলোতে সহযোগিতা করেন। জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবশিষ্ট ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত