ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জমি বিরোধে গুলি করে হত্যা

জমি বিরোধে গুলি করে হত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে তারাবির নামাজের পর নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। নিহতের পরিবার অভিযোগ করেছে, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন এই হামলা চালিয়েছে।নিহতের ছেলে অ্যাড. আবিদুল হুদা জানান, চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত শুক্রবার দুপুর থেকেই কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে তারাবির নামাজের পর ২০-২৫ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এসময় তাকে গুলি করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হামলায় নিহতের পরিবারের আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট আবিদুল হুদা। এছাড়া দিনভর সংঘর্ষে উভয় পক্ষের আনুমানিক ১০ জন আহত হয়েছেন। ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন, জমি বিরোধের জেরে সংঘর্ষের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত