ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজী উপজেলার জমাদার বাজারে গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মুনাফ স্টোর ২ হাজার টাকা ও মাহফুজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে মহিবুল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।