ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নেপালে বাউবি প্রতিনিধি দল

নেপালে বাউবি প্রতিনিধি দল

বাউবি প্রতিনিধি দল নেপালের পোখারা বিশ্ববিদ্যালয় আয়োজিত ১৬-১৭ মার্চ অনুষ্ঠিতব্য MAGENDA প্রকল্পের উদ্বোধনী সভায় যোগদানের উদ্দেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এর নেতৃত্বে ৪ (চার) সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার ঢাকা ত্যাগ করেন। এছাড়াও আগামী ১৯-২১ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দূরশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে অংশীদারিত্বের ভূমিকা ‘শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করবেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

সম্মেলনে উপাচার্যের সফর সঙ্গী ও আমন্ত্রিত বক্তা হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের অধ্যাপক ও MAGENDA প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, উপ-প্রকল্প পরিচালক ড. মো. মিজানুর রহমান, এবং MAGENDA প্রকল্পের গবেষক, আইকিউএসি এর পরিচালক, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। এ সফরে বাউবি প্রতিনিধি দল নেপাল ও ভারত ছাড়াও ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়গণের সঙ্গে যৌথ সভায় মিলিত হবেন। আশা করা হচ্ছে, আন্তর্জাতিক এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা উদ্যোগ গ্রহণের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত