হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে আজ রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ নামের একটি ব্যানারে। গতকাল শনিবার অবরোধ কর্মসূচির পক্ষে মাইকিং করা হয়েছে। এদিন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনো ভাবেই মেনে নেয়া যাবে না। এর প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেয়া হবে বলে জানান সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদা। হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে।