কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি লুৎফর রহমান।এর আগে সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকার ব্রহ্মপুত্র নদের কিনার থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফুল রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর এলাকার সুরুজ্জামানের ছেলে।