ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ধর্ষণরোধে কঠিন পদক্ষেপ নেয়ার দাবি

ধর্ষণরোধে কঠিন পদক্ষেপ নেয়ার দাবি

বগুড়ায় কাহালুতে ধর্ষণের শিকার ছয় বছরের দুই শিশু এবং শাজাহানপুরের এক নারীর চিকিৎসার খোঁজ-খবর নিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান এনজিও প্রধানরা। গত শুক্রবার মধ্যরাতে অসুস্থ দুই শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গত বুধবার ধর্ষণের ঘটনা ঘটে এবং রোববার সকালে মেডিকেলে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। তাদের স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন। ভিক্টিমদের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে রাখার ব্যবস্থা না থাকায় গাইনি ওয়ার্ডে রাখার কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ ধরনের ভিক্টিমদের জন্য আলাদা ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানানো হয়।

এছাড়াও পরিবারগুলোর পাশে থাকার এবং তাদের চিকিৎসাসহ আইনগত সহায়তা দেয়ার আশ্বাসও দেন তারা। ধর্ষণ রোধে বর্তমান সরকারকে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে ধর্ষণকারীদের প্রকাশ্যে বিচার নিশ্চিতসহ কঠোর আইন প্রণয়নের দাবিও জানান বগুড়া লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন অর রশীদ। তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সমাজের সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন অর রশীদ, পিইউপির নির্বাহী পরিচালক আবু হাসনাত সাইদ, স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন রুমা, মথুরা সমাজকল্যাণ সংস্থার জাহিদুর রহমান জাহিদ এবং বগুড়া লাইট হাউজের প্রশাসনিক কর্মকর্তা সানজিদা নাসরিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত