বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল গঠনে সাতক্ষীরা জেলায় অ্যাডভোকেট এবিএম সেলিম এবং অ্যাডভোকেট শামীমা পারভীন মিঠুকে মনোনীত করা হয়েছে। গত শনিবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেলের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, সারাদেশে নারী ও শিশুদের নির্যাতন, হত্যার সঠিক তথ্য সংগ্রহ সহ দ্রুত আইনী সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান নির্দেশক্রমে সারাদেশে ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা দেয়ার জন্য আইনজীবীদের সমন্বয় সেল গঠন করা হয়। নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কেন্দ্রীয় সমন্বয়কারী মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।