ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

সিরাজগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহিন খানের উপর সন্ত্রাসী হামলা বেদম মারধর ও হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তিনি ওই উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে এবং তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবাদিক শাহিন শনিবার দুপুরের দিকে গ্রামের অগভীর নলকূপের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ শাহ পরাণ গং লাঠিসোঁটা নিয়ে তার উপর এলোপাতাড়ি মারপিট ও হাত-পা ভেঙে দেয়া হয়। এ সময় অগভীর নলকূপ ভেঙে ফেলে দেয় এবং তারা পকেটে থাকা প্রায় ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাটি জেনেছি এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত