দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সরিষাবাড়ী ও জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ৯ ও ১০ বছরের দুই শিশুকে বলাৎকারের অভিযোগে বজলুর রহমান (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে পৌর এলাকার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক বজলুর রহমানকে মাদরাসা থেকে আটক করে পুলিশ। অভিযুক্ত শিক্ষক সিরাজগঞ্জ জেলার হরিপুর উপজেলার বজ্ররা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

তিনি সরিষাবাড়ী রাওদাতুল আৎফাল একাডেমী মাদ্রাসার (হিফয বিভাগের) সহকারী শিক্ষক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের একটি মাদ্রাসায় ৯ ও ১০ বছরের দুই শিশুকে ২ মাসের বেশি সময় ধরে নিয়মিত বলাৎকার করে আসছেন শিক্ষক বজলুর রহমান।

এ ঘটনায় ১০ বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের কাছে জানায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শনিবার রাতে মাদ্রাসা ঘেরাও করে প্রায় তিন ঘণ্টা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।

একপর্যায়ে অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। বলাৎকারের শিকার ২ শিশুর অভিভাবক জানান, তাদের ২ ছেলেকে দুই মাসের বেশি সময় ধরে বলাৎকার করে আসছিল ওই লম্পট শিক্ষক। সম্প্রতি ছেলেটির পায়ুপথে রক্তপাত শুরু হলে ঘটনাটি আমাদের জানায়। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এই চরিত্রহীন লম্পট শিক্ষকের কঠিন শাস্তির দাবিও জানান তারা। সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।