অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে দখলকৃত খাসজমি পুনরুদ্ধার করা হয়েছে। রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এই খাসজমি উদ্ধার করেন।
এ সময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। খাস জমিটির অবস্থান উপজেলার উচাখিলা ইউনিয়নের পুরাতন গো-হাটায়। উল্লেখ্য, পুরাতন গো-হাটায় ৫৪ শতক জমি দীর্ঘ প্রায় ৩০ বছব ধরে অবৈধ দখলে রেখেছিল বেশ কয়েকজন অসাধু লোক। গত শুক্রবার ডিমারগেশন করে ৫৪ শতক জমি নির্ধারণ করা হয়। ৫৪ শতকে প্রায় ২০টির মতো দোকানঘর নির্মাণ করা ছিল। এক্সাভেটর দিয়ে সেগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, উচাখিলায় সরকারি রাজস্বের জন্য পুরাতন গো-হাটা অনেক গুরুত্বপূর্ণ। এই গো-হাটা থেকে বছরে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আসা সম্ভব।