হবিগঞ্জ জেলার বাহুবল থানার তাজুল হত্যা মামলার আসামি মারুফ মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তার মারুফ মিয়া জেলার বাহুবল উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। গতকালংং রোববার র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রদান করেন। এর আগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার বাহুবল উপজেলার করাঙ্গী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।