ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের শিকার

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের শিকার

সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতি মহল্লার শিশু ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। তাকে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত রোববার বিকালে ওই মহল্লার জনৈক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় শিশুটি খেলা করছিল। এ সময় প্রতিবেশী এক কিশোর (নাম লেখা হলোনা) তাকে টয়লেটের ভিতরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তার মাথায় পানি ঢালা হয় এবং তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ওইদিন রাতে শিশুটি আবারো অসুস্থ হয়ে পড়লে সে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায় এবং রাতেই নির্যাতিত শিশুকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এ সংবাদে গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ওই হাসপাতালে নির্যাতিত শিশুর খোঁজখবর নেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করেন ওসি। এদিকে কয়েক দিনের ব্যবধানে সিরাজগঞ্জে ৩ শিশু ছাত্রী নির্যাতনের শিকার হওয়ায় জনমনে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত