ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিঠুন (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৮ জানুয়ারি ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে, রাজবাড়ী সদর থানাধীন শ্রীপুর এলাকায় ভিকটিমের (২২) ভাড়া বাসায় মেহমান হিসেবে হারুন (৪০) প্রবেশ করলে, আসামি মিঠুনসহ (২৮) অন্যান্য আসামিরা সেখানে গিয়ে ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। হারুন প্রথমে নগদ ১০ হাজার টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা দিতে বাধ্য হন। পরবর্তীতে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে, আসামি মিঠুনসহ অন্যান্যরা ২৯ জানুয়ারি রাত ৪:৪০টার দিকে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০), ৩৮৫/৩৮৬ পেনাল কোড, ১৮৬০ এর ধারায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১০ এর কাছে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একটি অধিযাচন পত্র প্রেরণ করেন। ওই অধিযাচন পত্রের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ মার্চ দুপুরের দিকে রাজবাড়ীর আলাদিপুর এলাকায় অভিযান চালিয়ে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত