জামায়াতে ইসলামী দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে চায়
বললেন আব্দুল হালিম
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইনের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র বানাতে চায়। জামায়াতের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো কোরআন। আমাদের দেশে হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ আছে। কোরআনের মাধ্যমে আমরা যখন দেশ পরিচালনা করব তখন প্রত্যেকেই প্রত্যেকের অধিকার পাবে।
তিনি গত রোববার বিকেলে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আয়োজনে নীলফামারী জেলা আইনজীবি সিমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যেদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাওলানা আব্দুল হালিম বলেন পবিত্র মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন মানুষের জন্য হেদায়াত। কোরআন মেনে চললে দেশে শান্তি আসবে। তিনি বলেন রোজাদারের জন্য ২টি খুশি। একটা খুশি হলো ইফতার আর একটি খুশি পবিত্র ঈদুল ফিতর। এছাড়া চূড়ান্ত একটি খুশি আছে তোমার রবের সঙ্গে যখন দেখা হবে। সিয়াম সাধনের মাধ্যমে রবের সঙ্গে স্বাক্ষাতের সুযোগ আছে। মাগুরার শিশু আছিয়া হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মাওলানা আব্দুল হালিম বলেন আছিয়ার নৃংশস হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। তিনি বলেন ঘটনাচক্রে আছিয়ার নামটা ইসলামের ইতিহাসে এক জান্নাতি মহিলার নামের সঙ্গে মিলে গেছে। এই নৃংশন হত্যাকান্ড আমারা কেউ গ্রহণ করতে পারি না। যারা এই অপরাধ করেছে তারা পশুর চেয়ে অধম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারে দায়িত্ব নিয়েছে। শহরের আশা কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী আইনজীবি সমিতির নর্বনির্বাচিত সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।