চার্চেস অব গড মিশন
দেশব্যাপী সাড়া জাগিয়েছে শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্প
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আজাহার আলী, বগুড়া

মানুষ সৃষ্টির সেরা জীব। স্রষ্টার সব সৃষ্টির মধ্যে মানুষই কেবল সচেতনতা, বুদ্ধিমত্তা ও মানবিক গুণাবলিতে স্বতন্ত্র ও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে মানুষকে অবশ্যই মানবতাবাদী হতে হবে। সমাজ উন্নয়নের চাবিকাঠি হলো প্রগতি, আর এই যাত্রায় মানুষের সেবায় আত্মনিয়োগ করাই সর্বোৎকৃষ্ট সমাজ গঠনের অন্যতম উপায়। এই লক্ষ্যে বগুড়া চার্চেস অব গড মিশন ১৮৯৮ সালে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করে। ধীরে ধীরে এটি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিস্তৃতি লাভ করে। এমনকি বৃহত্তর বগুড়া জেলার জয়পুরহাটেও খঞ্জনপুর মিশন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, যা সে সময়ের অনুন্নত এলাকার মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিল। বর্তমানে চার্চেস অব গড মিশন চিকিৎসা সেবা ও ঝরে পড়া গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃটিশ আমলের শেষ ভাগে ডাক্তার ও মিশনারি ইভা ফ্রেডালিয়া গিলবার্ট বগুড়া মিশন হাসপাতালকে নারী ও শিশু চিকিৎসার একটি অনন্য প্রতিষ্ঠানে পরিণত করেন। মানবতার কল্যাণে কাজ করার জন্য এই হাসপাতাল গরিব ও অসহায় মানুষের জন্য বিশেষ সেবা প্রদান করে আসছে। বগুড়া চার্চেস অব গড মিশন দীর্ঘদিন ধরে মা ও শিশুদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। বিশেষত, গরীব ও দুস্থ রোগীদের জন্য এটি এক আশীর্বাদস্বরূপ। মিশনের অধীনে পরিচালিত বগুড়া খ্রিস্টান মিশন হাসপাতাল নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। এই মিশন হাসপাতাল বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা সেবা প্রদান করে।
এছাড়া, গরীব ও দুস্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে চোখের চিকিৎসা, শিশুস্বাস্থ্য পরামর্শ, প্রসূতি সেবা এবং অন্যান্য সাধারণ স্বাস্থ্যসেবা দেয়া হয়। শিক্ষার প্রসার নিশ্চিত করতে ১৯০৫ সালে খ্রিস্টান মিশন প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। এটি এ অঞ্চলের অনেককেই শিক্ষার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৪১ সালে মিশন চত্বরে খ্রিস্টান মিশন হাসপাতাল প্রতিষ্ঠিত হয়, যা স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও অবদান রাখছে। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুপ্রতীক ঘাগড়া জানান, বগুড়া চার্চেস অব গড মিশন শিশুদের জন্য একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলেছে। এখানে নবজাতকের ইনকিউবেটর সুবিধা, টিকাদান কর্মসূচি, পুষ্টি পরামর্শ এবং বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা খুবই সাশ্রয়ী মূল্যে দেয়া হয়। আমরা চাই প্রত্যেক শিশু সুস্থভাবে বেড়ে উঠুক।
গাইনী বিশেষজ্ঞ ডা. রিটা মন্ডল জানান, আমাদের এখানে দরিদ্র ও অসহায় মায়েদের জন্য বিশেষ মাতৃসেবা প্রদান করা হয়। অনেক গরিব মায়ের প্রসবকালীন জটিলতার ক্ষেত্রে আমরা ফ্রি চিকিৎসা প্রদান করি, যাতে তারা সুস্থ সন্তান জন্ম দিতে পারেন। চক্ষু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম জানান, এই হাসপাতালটি দরিদ্র রোগীদের জন্য এক বিশাল আশীর্বাদ।
বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা এখানে বিনামূল্যে বা নামমাত্র খরচে চক্ষু চিকিৎসা পায়। আমরা এখানে নিয়মিত ছানি অপারেশন ও চোখের অন্যান্য চিকিৎসা করে থাকি। বগুড়া চার্চেস অব গড মিশনের প্রশাসনিক কর্মকর্তা ডোনাল্ড দাস জানান, বগুড়া চার্চেস অব গড মিশন শুধু চিকিৎসা ও শিক্ষা নয়, বরং মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি গরিব-দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করেছে এবং মা ও শিশুদের সুচিকিৎসায় অবদান রেখে চলেছে। আগামী দিনগুলোতে এই মিশন আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে সক্ষম হবে।